ইসরায়েল সম্প্রতী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছে। আর এতেই সতর্ক অবস্থানে আছে ইরান। জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে তাই ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলকে দিয়েছেন কড়া হুঁশিয়ারী।
রাইসি বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনও ছোট পদক্ষেপও নেয় তার ফল মোটেও ভালো হবে না।
রাজধানী তেহরান থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রাইসি বলেন, ‘আর আপনার নিশ্চিত জেনে রাখবেন, ইরানিদের বিরুদ্ধে কোনও ছোট পদক্ষেপ নিলেই, আমাদের সামরিক বাহিনীর আক্রমণের কেন্দ্রবিন্দু হবে ইহুদি রাষ্ট্রটি।’
এ সময় ইসরায়েলের উদ্দেশ রাইসি আরও বলেন, ‘পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোর সাথে সম্প্রতি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। তবে একটি বিষয় পরিষ্কার জানাতে চাই, এ অঞ্চলে তাদের যে কোনো ধরনের পদক্ষেপ আমাদের গোয়েন্দা, নিরাপত্তাবাহিনী ও সামরিক বাহিনীর নজর এড়াতে পারবে না।’
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল