রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে শিগগিরই ইউক্রেনে সাঁজোয়া মিসাইল লঞ্চার পাঠাবে ব্রিটেন।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’, ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’, ‘ডেইলি মেইল’ ও দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্কে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর এই খবর প্রকাশ্যে এল।
দ্য সান জানিয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই সপ্তাহ আগে স্যালিসবারি সমভূমিতে ইউক্রেনীয়দের জন্য স্টর্মার হাই ভেলোসিটি ক্ষেপণাস্ত্র (এইচভিএম) লঞ্চার প্রদর্শন করেছিল। এ সময় জানানো হয় ১৩ টন ওজনের এই যানগুলো সি-১৭ বিমানে উড়ে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে যাবে।
এই স্টর্মারটি ‘বিএই’ সিস্টেম দ্বারা নির্মিত, এটি পরিচালনা করার জন্য মাত্র তিনজন লোকের প্রয়োজন হয়। এতে স্টারস্ট্রিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা নিম্ন-উড়ন্ত বিমানকে ভূপাতিত করার কাজে ব্যবহার করা হয়। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মেইল, দ্য সান, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম