পাকিস্তানের শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একথা জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রিন্স বলেছেন, ‘পাকিস্তানকে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখি। আমরা আফগানিস্তানকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করতে একসাথে কাজ করছি।’
প্রিন্স আরও বলেন, ‘ প্রায় ৭৫ বছর ধরে পাকিস্তানের সাথে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা নতুন সরকারের সাথেও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে কাজ অব্যাহত রাখতে চাই। এই কাজ পাকিস্তানকে আর শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করবে। সাথে ওই অঞ্চলেও শান্তি আসবে।’
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল