ইউক্রেনের রুশ অধ্যুষিত হেনিচেস্ক অঞ্চলে সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ছবিতে এই মূর্তি দেখা যায়।
সিএনএনের খবর বলা হয়েছে, সাত বছর আগে সমাজতন্ত্রের বিস্তার রোধের অংশ হিসেবে লেনিনের একটি মূর্তি সরিয়ে ফেলা হয়। ওই মূর্তিটি ছিল সরকারি ভবনের বাইরে। সিটি কাউন্সিল কর্তৃপক্ষ ২০১৫ সালের ১৬ জুলাই সেটি নামিয়ে ফেলে।
হেনিচেস্কি শহর খেরাসন প্রদেশের আজভ সাগরের তীরে অবস্থিত। এর পাশেই রয়েছে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চল। ২০১৫ সালে রাশিয়ার সেনারা ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি প্রকাশ হয়েছে। এতে আঞ্চলিক কাউন্সিল ভবনে লেনিনের মূর্তি এবং ভবনের ছাদে রাশিয়ার পতাকা দেখা গেছে। সিএনএন এই ছবির সত্যতা পেয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল