দুই ব্রিটিশ বন্দী সেনার বিনিময়ে রুশপন্থী রাজনীতিবিদ ভিক্তরকে ফেরাতে মস্কোকে সহয়তার কথা ভাবছে না যুক্তরাজ্য। মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লুইস এই মন্তব্য করেন।
এর আগে ইউক্রেনে আটক রাশিয়াপন্থী রাজনীতিক ভিক্তর মেদভেদচুককে মুক্তি দিয়ে রাশিয়া থেকে যুক্তরাজ্যের দুই নাগরিককে ফিরিয়ে নেওয়া কথা গণমাধ্যমে আসে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রুশ সেনাদের হাতে বন্দী দুই ব্রিটিশ নাগরিক। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বন্দী সেনাদের ফুটেজ প্রচার করা হয়। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে ওই দুইজনকে আটক করে রুশ বাহিনী।
অন্যদিকে রুশপন্থী রাজনীতিবিদ ভিক্তর মেদভেদচুককে গ্রেফতার করে ইউক্রেনীয় বাহিনী। ভিক্তরকে মনে করা হয় ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে গৃহবন্দী ছিলেন তিনি। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পরপরই তিনি পালিয়ে যান। গত মঙ্গলবার মেদভেদচুককে গ্রেফতার করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।
পরে গত শনিবার বন্দিবিনিময়ের বিষয়ে যুক্তরাজ্যের সরকারের কাছে সহায়তা চাওয়ার জন্য আটক দুই ব্রিটিশ যোদ্ধার প্রতি আহ্বান জানান মেদভেদচুকের স্ত্রী।
রুশ সেনাদের হাতে আটক যুক্তরাজ্যের দুই নাগরিকের বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, তাদের সেখানে যাওয়া উচিত হয়নি, এটা অবৈধ। ইউক্রেনকে যুক্তরাজ্যের নাগরিকরা সহায়তা করতে চাইলে বিপদজনক পথ এড়িয়ে সঠিক মাধ্যমে সহায়তা বিশেষ করে অর্থ সহায়তা এবং শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল