ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরশেচুক বলেছেন, মঙ্গলবারও মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে রুশ সেনাদের সঙ্গে মানবিক করিডোর বাস্তবায়নের বিষয়ে সম্মত হওয়া যায়নি।
এক বিবৃতিতে ইউক্রেনের এই উপপ্রধানমন্ত্রী বলেন, রাশিয়ানরা তাদের দখলকৃত শহর মারিউপোল থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে। তবে অন্য রুটে করিডোর খোলার বিষয়ে আলোচনা চলছে।
ভেরশেচুক বলেন, খেরসন এবং খারকিভ অঞ্চলে মানবিক করিডোর খোলার বিষয়ে আমরা তাদের সঙ্গ কঠিন সমঝোতা অব্যাহত রেখেছি।
ইউক্রেনের দক্ষিণে অবস্থিত বন্দরনগরী মারিউপোল অঞ্চলে কঠিন অবস্থার মধ্যে ইউক্রেনের নাগরিকরা আটকে আছে। কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনী গোলাবর্ষণ এবং আক্রমণ অব্যাহত রেখেছে।
এর আগে গত রোববার রাশিয়া মারিউপোল অঞ্চলে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। কিন্ত ইউক্রেন এই প্রস্তাব প্রত্যাখান করে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল