ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা নিয়োগ চলছে- এমন গুজবের পর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রুশ দূতাবাসে নিজেদের নাম তালিকাভুক্ত করতে ভিড় জমিয়েছেন দেশটির বহু সংখ্যক তরুণ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের মুখপাত্র মারিয়া চেরনুখিনা জানিয়েছেন, ইথিওপিয়ায় এ ধরনের কোনও নিয়োগ চলছে না।
“তবে যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন জানাতে দূতাবাসে প্রচুর মানুষ ভিড় করছেন। তাদের মধ্যে কেউ কেউ আমাদের বলছেন যে তারা যে কোনও উপায়ে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু আমরা কোনও নিয়োগ সংস্থা নই,” বলেন তিনি।
দূতাবাসে ইথিওপিয়ানদের অনেকেই ব্যক্তিগত নথিপত্র নিয়ে ভিড় করছেন। তাদের কেউ কেউ বলেন, তারা রাশিয়ায় উচ্চ মজুরিতে নিয়োগের গুজব শুনেছেন।
দূতাবাসের প্রবেশদ্বারে অপেক্ষমাণ এক যুবক বলেন, তিনি ভাল বেতনে সৈনিক কিংবা অন্য যেকোনও কাজে নিয়োগের জন্য একটি চাকরি খুঁজছেন।
তার ভাষায়, “আমি রাশিয়া পছন্দ করি।”
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে একটি প্রস্তাবে ভোট দেওয়ার জন্য জাতিসংঘের অধিবেশন যোগ না দেওয়া দেশগুলোর মধ্যে ইথিওপিয়াও ছিল। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম