তাইওয়ানের সরকার সমর্থিত একটি টেলিভিশন বুধবার ‘ভুলবশত’ চীন আক্রমণ করেছে বলে খবর প্রকাশ করে। পরবর্তীতে টেলিভিশন কর্তৃপক্ষ দেশের নাগরিকদের কাছে ‘ক্ষমা চেয়ে’ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার চীনের টেলিভিশন সিস্টেম ভুলবশত টিভি স্ক্রলে রাজধানী ‘তাইপের নিকট সামরিক জাহাজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’ বলে সতর্কবার্তা প্রকাশ করে। টেলিভিশনে ‘যুদ্ধ শুরু হতে পারে’ বলেও প্রচার করা হয়। এছাড়া তাইপের একটি প্রধান ট্রেন স্টেশনে আগুন লেগেছে এবং প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে প্রচার করা হয়।
কিন্তু পরবর্তীতে সকাল ১০টায় ক্ষমা চেয়ে টেলিভিশনে তাইয়ানের নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।
টিভির উপস্থাপক বলেন, মঙ্গলবার নিউ তাইপে শহরে ফায়ার সার্ভিসের মহড়ার কথা চিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এটি বুধবার প্রচার হয়ে গেছে।
ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করার পর সতর্কতা অবলম্বন করছে তাইওয়ান। গত সপ্তাহে তাইওয়ানের সামরিক বাহিনী বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক একটি হ্যান্ডবুক প্রকাশ করে। এই বইয়ে যুদ্ধের সময় নাগরিকদের অস্তিত্ব রক্ষার নির্দেশনাবলি রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল