ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদান করবে কিনা তা নিয়ে দেশটির সংসদ সদস্যরা বিতর্ক শুরু করতে যাচ্ছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পর ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের সমর্থন বেড়েছে। পূর্বে দেশের ৫১ শতাংশ নাগরিক ন্যাটোতে যোগদানের পক্ষে ছিলেন যা এখন বেড়ে ৫৭তে দাঁড়িয়েছে।
ন্যাটোতে যোগদানের বিষয়ে বিতর্ক শুরু করতে বুধবার ফিনল্যান্ডের সংসদে অধিবেশন শুরু হয়েছে। যদিও ইতোমধ্যে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তারা বাল্টিক অঞ্চলে পারমাণবিক ব্যবস্থা সংযোজন করবে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সপ্তাহের মধ্যে না হলেও কয়েক মাসের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন।
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১৩শ কিলোমিটার সীমানা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার দিকে ঝুঁকছে।
বিডিপ্রতিদিন/কবিরুল