গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চরম উত্তেজনা চলছে রাশিয়ার। এর মাঝেই অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ খবর দিয়েছেন। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম সারমাট।
এদিকে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইউক্রেনকে সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। এ সময় তিনি খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনকে আরও নিরাপত্তা সরঞ্জাম সহায়তা পাঠানো হবে বলেও জানান।
তিনি বলেন, “আমেরিকা ইউক্রেনকে সামরিক ও নিরাপত্তা উভয় ধরনের সরঞ্জাম পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় বড় ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। আপনারা তা খুব শিগগিরই শুনতে পাবেন।” সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম