পূর্ব ইউক্রেনে ‘ভয়াবহ যুদ্ধ’ হচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবোভ।
পূর্ব খারকিভ অঞ্চলের এই গভর্নর এক টেলিগ্রাম বার্তায় বলেন, তীব্র যুদ্ধের পর রুশ সীমান্তের কাছে তাদের (ইউক্রেন) সেনারা তিনটি গ্রামের পুনঃনিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।
গভর্নর বলেন, আমাদের সেনারা বেজরুকি, স্লাতিন এবং পুরুদিয়াঙ্কা থেকে রুশ সেনাদের বিতাড়িত করেছে। ইউক্রেনের সেনারা সেখানে শক্ত অবস্থান নিয়েছে।
গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেন, শুক্রবার সকালে এই যুদ্ধ সংঘটিত হয়। তিনি দাবি করেন, রুশ সেনারা আবাসিক এলাকায় আক্রমণ চালালে এতে ২ জন নিহত হন।
তবে এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে প্রতিবেশী লুহানস্ক অঞ্চলের গভর্নর সার্গি গাইদে জানিয়েছেন, দিন-রাত ২৪ ঘণ্টা গোলাবর্ষণ হচ্ছে। সুযোগ থাকলে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল