দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ৪ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সিদ্ধান্তের ‘বিরোধীতা’র কথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র জালিন পোর্টার বলেন, ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবহিত আছে।
জালিন পোর্টার বলেন, আমরা এই সম্প্রসারণের তীব্র বিরোধীতা করি। এটা উত্তেজনা বৃদ্ধি করবে এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান আস্থা খর্ব করবে। নতুন করে ইসরায়েলের বসতি স্থাপন ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান’ এর সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত থমাস নিডস বলেছেন, বাইডেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তার সঙ্গে তিনি ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরোধীতা করার বিষয়ে একমত। এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সামনে না এগোনোর আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
ইসরায়েলের কর্মকর্তারা বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বলেছেন, নতুন করে বসতি স্থাপনের অনুমোদন না দিলে তাদের জোট সরকারের পতন হতে পারে।
সূত্র: আরব নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল