২৪ মে, ২০২২ ১২:১৮

ইউক্রেন যুদ্ধ ‘বৈশ্বিক ইস্যু’: বাইডেন

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ ‘বৈশ্বিক ইস্যু’: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন কোয়াড সামিটে বক্তব্য দেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনে যে সংকট তৈরি হয়েছে সেটা ‘বৈশ্বিক ইস্যু’। জাপানের রাজধানী টোকিওতে কোয়াড সামিটের উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে আন্তর্জাতিক শৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, এটা ইউরোপীয় বিষয়ের থেকেও বেশি কিছু, এটা বৈশ্বিক।

এই অনুষ্ঠানে বাইডেন মিত্র দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীন এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

বাইডেন বলেন, বিশ্বের যেকোনো জায়গায় আন্তর্জাতিক আইন, মানবাধিকার লঙ্ঘণ রক্ষা করা হবে। সূত্র: রয়টার্স

 বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর