২৮ মে, ২০২২ ১৪:৫৮

বাড়ছে উদ্বেগ, আরো তেল ট্যাঙ্কার আটক করতে পারে ইরান

অনলাইন ডেস্ক

বাড়ছে উদ্বেগ, আরো তেল ট্যাঙ্কার আটক করতে পারে ইরান

ফাইল ছবিতে গ্রিসের ট্যাংকার জাহাজ (ছবি ডয়চে ভেলের)

বর্তমানে গ্রিসের ১৭টি জাহাজ রয়েছে পারস্য উপসাগরের পানিসীমায়। এছাড়া গ্রিস যদি ইরানের ব্যাপারে তার বর্তমান নীতি অব্যাহত রাখে তাহলে তেহরান গ্রিসের আরো জাহাজ আটক করবে না সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এমনই উদ্বেগের খবর জানিয়েছে পার্সটুডে।

এদিকে, আল জাজিরা ও দ্য ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, গতকাল পারস্য উপসাগরের পানিসীমা থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে। ওই জাহাজ দুটি থেকে আটক করা নয় নাগরিককে আইআরজিসি হেফাজতে রাখা হয়েছে। তবে এ নিয়ে ইরানের কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জাহাজ আটক সম্পর্কে ইরানের রাজনৈতিক ভাষ্যকার সাইয়্যেদ মোহাম্মদ মারান্দি প্রেস টিভিকে বলেছেন, গ্রিসের তেলবাহী জাহাজ আটকের মধ্যদিয়ে তেহরান ওয়াশিংটন ও তার মিত্রদেরকে এই বার্তা দিতে চেয়েছে যে, ইরানের তেল বাণিজ্য যেন তারা ক্ষতিগ্রস্ত না করে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর