২৮ জুন, ২০২২ ১২:৩২

ক্রিমিয়ায় কোনো ন্যাটো সদস্যের অনধিকার প্রবেশ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: মেদভেদেভ

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ায় কোনো ন্যাটো সদস্যের 
অনধিকার প্রবেশ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

ন্যাটো জোটের কোনো সদস্যের ক্রিমিয়া উপদ্বীপে (অনধিকার) প্রবেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের শামিল। আর এটা তৃতীয় যুদ্ধের দিকে নিতে পারে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট বলেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ এবং এটা সব সময়ের জন্য প্রযোজ্য। আর এই উপদ্বীপে কোনো ন্যাটো সদস্যের অনুপ্রবেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। আর এটার অর্থ— সমগ্র জোটের সাথে যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধ।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্য পদে আবেদন প্রসঙ্গে তিনি বলেন, তারা এটা করলে রাশিয়া সীমান্তে শক্তি বাড়াবে এবং প্রতিশোধের জন্য প্রস্তুত হবে।রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর