ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং সেন্টারে (বিপণী বিতান) বন্দুক হামলায় বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রাখলেও ঠিক কতো জন আহত কিংবা নিহত হয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ, তবে তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই হামলা চালানো হয়। ঘটনার আকস্মিকতায় সবাই ছুটোছুটি শুরু করে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল