চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে অস্ত্র ও নগদ টাকাসহ জুবায়ের আরেফিন (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত ৪ টার দিকে ওই ইউনিয়নের মুহুরিহাটস্থ নগরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, অভিযুক্ত জুবায়ের একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য রয়েছে। তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল ফোন ও নগদ ১,২৩১ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম