সৌদি আরবের মন্ত্রিসভায় প্রথম উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আল-শেহানা বিনতে সালেহ আল-আজ্জাজ। সৌদি আরবের মন্ত্রি পরিষদের এই পদে প্রথম কোনো নারী হিসেবে তিনি নিয়োগ পেলেন। এছাড়া দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে আরেকজন নারীকে। তার নাম প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, আল-শেহানা পূর্বে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন। আর প্রিন্সেস হাইফা পূর্বে পর্যটন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছিলেন।
বাদশাহ সালমান সৌদি আরবের মন্ত্রিসভার নেতৃত্ব দেন। আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ১৯৫৩ সালে মন্ত্রি পরিষদ প্রতিষ্ঠা করেন। মন্ত্রি পরিষদের সব সদস্যকে রাজকীয় আদেশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
সৌদি আরব কর্তৃপক্ষ ২০০৯ সালে নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজকে দেশটির দেশটির উপ-শিক্ষামন্ত্রী নিয়োদ দেয়। তিনিই ছিলেন প্রথম নারী মন্ত্রী নিয়োগ।
বিডিপ্রতিদিন/কবিরুল