রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম পাইপলাইন-১ এর বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ সোমবার শুরু হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ ১০ দিন বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদেশগুলোর সরকার, কোম্পানিগুলোর উদ্বেগ, ইউক্রেন সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধের মেয়াদ বাড়তে পারে। খবর রয়টার্সের।
নর্ড স্ট্রিম বাল্টিক সি পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ হতো। এটি মূলত রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন। এটি গ্যাস সরবরাহের দীর্ঘতম একক পাইপলাইন।
রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান গাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি। তারা জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে ওই পাইপলাইনে কাজ চলছে। এ কারণে আজ থেকে আগামী ১০ দিন পাইপলাইনটি বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা