তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে এরদোগান পুতিনকে বলেছেন—ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়া উচিত। এছাড়া এরদোগান ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে নিরাপদ করিডোর, উত্তর সিরিয়ার বিষয় নিয়ে কথা বলেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পুতিনের সঙ্গে টেলিফোন কলে সিরিয়ার আন্তঃসীমানায় সহযোগিতা প্রদানের ওপর জোর দেন।
পুতিনকে এরদোগান বলেন, ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে নিরাপদ খাদ্যশস্য পরিবহনে জাতিসংঘের পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হওয়া উচিত বলেও মত প্রদান করেন তিনি। তুরস্ক শান্তি আলোচনায় অবদান রাখতে প্রস্তুত বলেও প্রস্তাব দেন এরদোগান।
রাশিয়া-ইউক্রেন উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে তুরস্ক। ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করার পর আঙ্কারা দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/কবিরুল