সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুবরাজকে একজন ‘মানসিক বিকারগ্রস্ত’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার চার দিনের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল গেছেন। সেখান থেকে সৌদি আরব যাবেন তিনি। এই সময় সৌদি যুবরাজ নিয়ে এমন সাক্ষাৎকার প্রচার করা হলো।
খবর অনুসারে, সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি সৌদির গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, মোহাম্মদ বিন সালমানকে বিপুল সম্পদ বিশ্বের জন্য একটি হুমকিতে পরিণত করেছে।
সাদ আল-জাবরির ভাষ্য, মোহাম্মদ বিন সালমান ‘টাইগার স্কোয়াড’ নামের একটি ভাড়াটে নৃশংস গ্যাং চালান। এই গ্যাংকে তিনি অপহরণ ও হত্যার মতো কর্মকাণ্ডে ব্যবহার করেন।
সাদ আল-জাবরি বলেন, সৌদি যুবরাজ একজন সাইকোপ্যাথ, যার কোনো সহমর্মিতা নেই। তিনি কোনো আবেগ অনুভব করেন না। তিনি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন না, তার নৃশংসতা ও অপরাধ প্রত্যক্ষ করেছেন তিনি।
সাদ আল-জাবরি সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের জুনে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান।
পরে সাদ আল-জাবরি নিজ জীবনের আশঙ্কায় পালিয়ে কানাডায় যান। তিনি এখন কানাডাতে নির্বাসিত জীবন যাপন করছেন।
২০২০ সালে সাদ আল-জাবরি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির আদালতে মামলা করেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে তাকে হত্যার জন্য কানাডায় একটি ঘাতক দল পাঠিয়েছিলেন সৌদির যুবরাজ। এ ঘটনার দুই সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়। এ হত্যার নির্দেশদাতা মোহাম্মদ বিন সালমান বলে অভিযোগ রয়েছে।
সাদ আল-জাবরির বিষয়ে যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস বলেছে, তিনি একজন অবিশ্বস্ত সাবেক সরকারি কর্মকর্তা। নিজের আর্থিক অপরাধ আড়াল করতে বানোয়াট ও বিভ্রান্তি সৃষ্টির দীর্ঘ ইতিহাস আছে তার।
বিডিপ্রতিদিন/কবিরুল