শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তারা এখন কার্যালয়ের ভেতরে ঢুকছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দপ্তর এখন বিক্ষোভকারীদের পদচারণায় পরিপূর্ণ। বিক্ষোভকারীরা হাতের কাছে যা পাচ্ছেন সেটা নিচ্ছেন, যে জায়গা পাচ্ছেন সেখানেই উঠছেন।
ঘটনাস্থল থেকে বিবিসির রিপোর্টার তেসা ওং বলছেন, অনেক প্রতিবাদকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেলকুনিতে উঠে চিৎকার, উল্লাস করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের আগে প্রায় ১ ঘণ্টা যাবত কার্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তা-:ধস্তি হয়।
গত শনিবার থেকে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার জনগণ ব্যাপক বিক্ষোভ শুরু করে। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। ওইদিন তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও ভাঙচুর করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল