মার্কিন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশে অভ্যুত্থানের পরিকল্পনার কথা স্বীকার করেছেন- এতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন।
আজ বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
চীনা মুখপাত্র বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং অন্য দেশের প্রশাসন উৎখাত করা মার্কিন সরকারের নিয়মিত আচরণে পরিণত হয়েছে। এটি ‘মার্কিন নীতির’ অংশ। এ বিরোধিতা করবে বিশ্বের মানুষ।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন রবার্ট বোল্টোন বিশ্বের অন্যান্য দেশে অভ্যুত্থান পরিকল্পনায় সহায়তা করার বিরল স্বীকারোক্তি দেন। সিএনএনে জ্যাক ট্যাপের সঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অভ্যুত্থান চেষ্টা নিয়ে আলোচনার সময় জন বোল্টন এই স্বীকারোক্তি দেন।
অভিযোগ রয়েছে ২০১৯ সালে জন বোল্টন যুক্তরাষ্ট্র সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তখন প্রকাশ্যে তিনি ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে চেষ্টা করেছিলেন। মাদুরোকে উৎখাতে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর সহায়তা চেয়েছিলেন বিরোধী নেতা জন গুয়াইদো। আর এতে পেছন থেকে সমর্থন দেন জন বোল্টন। সূত্র : চীনা পররাষ্ট্র দপ্তর
বিডি প্রতিদিন/আবু জাফর