যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে জনসমাগম স্থানে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ওয়াশিংটনের সিয়াটলের রেন্টন শহরের কেন্দ্রস্থলে হামলা করে বন্দুকধারী। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর আহত কমপক্ষে ৫ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে এই হামলার সাথে জড়িত যুবককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেনটনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক। তিনি বলেন, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি দেশটির নিউ ইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে। গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর