খেরসন অঞ্চলে রাশিয়ার রসদ পরিবহণে ব্যবহার করা একটি ব্রিজে হামলা চালিয়েছে ইউক্রেন। অঞ্চলটির এক আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতির অংশ হিসেবেই ব্রিজটিতে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের সেনাদের চালানো এ হামলা ইনগুলেতস নদীর দারিভস্কি ব্রিজে আঘাত হানে। এ ব্রিজটি দিয়েই রসদ পরিবহণ করার কাজ করছে রুশ সেনারা। কয়েকদিন আগে খেরসনের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত একটি ব্রিজের ওপর হামলা চালানো হয়।
সেরহি খলান নামে ওই কর্মকর্তা ফেসবুকে এ ব্যাপারে বলেছেন, লজিস্টিকের জন্য প্রতিটি ব্রিজ গুরুত্বপূর্ণ। আর আমাদের সেনারা দক্ষ হাতে শত্রুদের লজিস্টিক ব্যবস্থায় হামলা চালাচ্ছে। এগুলো শুধুমাত্র খেরসনকে মুক্ত করা নয়। সেদিকে বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে করা হচ্ছে।
রাশিয়ার নিয়োগকৃত আঞ্চলিক কর্মকর্তা রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজকে জানিয়েছেন, ব্রিজটিকে লক্ষ্য করে , যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে সাতটি রকেট ছোঁড়ে ইউক্রেন। তবে ব্রিজটি এখনো চলাচলের উপযোগী রয়েছে। সূত্র : আল-জাজিরা
বিডি প্রতিদিন/আবু জাফর