পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না। নিজ দেশ নরওয়েতে এক বক্তৃতায় তিনি বলেন, ন্যাটোর নীতি হলো– এ রকম আগ্রাসী শক্তিকে বিজয়ী না হতে দেওয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে ন্যাটো মহাসচিব বলেন, রুশ সেনারা ইউক্রেনে যেমন আক্রমণ করছে, ন্যাটোভুক্ত কোনো দেশে এমন আক্রমণ করলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে।
আরও স্পষ্ট করে তিনি বলেন, পুতিন ইউক্রেন, জর্জিয়া এবং মলদোভায় যা করেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে এমনটি করার চিন্তা করলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে।
রাশিয়ার জয় ঠেকাতে ইউক্রেনকে যত সময় প্রয়োজন অস্ত্রসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল