ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে ইরান। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আলী আসগার খাজি জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গের সঙ্গে আলোচনা করেছেন।
এ সময় তিনি ইয়েমেনে ন্যায়সঙ্গত স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব চেষ্টা-প্রচেষ্টা চলছে তার প্রতি সমর্থন ঘোষণা করেন। একই সঙ্গে ইরান যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নজরদারি ব্যবস্থা জোরদারের কথা বলেছে। এ সময় হান্স গ্রান্ডবার্গ দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন।
ইয়েমেনে গত এপ্রিল মাসের প্রথম দিকে যেসব শর্ত ও আলোচনার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই একই শর্ত ও আলোচনাকে সামনে রেখে নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।
ইরান প্রথম থেকেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। এছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত