রাশিয়ার একটি আদালত গতকাল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। এই ঘটনার পরদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে আলোচনার ইঙ্গিত দিলেন।
গত ফেব্রুয়ারিতে মস্কোর একটি বিমানবন্দর থেকে রুশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের অলিম্পিক স্বর্ণবিজয়ী বাস্কেটবল তারকা ব্রিটনিকে গ্রেফতার করে। তার কাছে গাঁজার তেল পাওয়ার দাবি করে রুশ নিরাপত্তা বাহিনী। ঘটনা স্বীকার করলেও অসতর্কতাবশত লাগেজে ওই তেল থেকে যায় বলে দাবি করেন তিনি।
রুশ কাস্টডিতে থেকে সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লেখেন ব্রিটনি গ্রাইনার। এরপর যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে রুশ একজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে ব্রিটনির ‘বন্দী বিনিময়’ প্রস্তাব দেয়।
শুক্রবার কম্বোডিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেন, ক্রেমলিন বিষয়টি অর্থাৎ বন্দী বিনিময় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনা প্রেসিডেন্ট পুতিনের রাজি হওয়া ফ্রেমের মধ্যে হতে হবে। লাভরভ বলেন, সুনির্দিষ্ট চ্যানেল রয়েছে প্রেসিডেন্ট পুতিন এবং বাইডেন যাতে সম্মত হয়েছেন। অন্য কেউ জনসম্মুখে কী বলে ‘সেটা বিষয় না’ বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
কম্বোডিয়ায় একই সামিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়ার সঙ্গে তারা আলোচনা করবেন।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল