৮ আগস্ট, ২০২২ ০১:২০

‘লুট’ করে আনা ৭২ প্রত্নবস্তু নাইজেরিয়াকে দেবে ব্রিটেনের জাদুঘর

অনলাইন ডেস্ক

‘লুট’ করে আনা ৭২ প্রত্নবস্তু নাইজেরিয়াকে দেবে ব্রিটেনের জাদুঘর

ব্রিটেনের লন্ডনের একটি জাদুঘর জানিয়েছে, তারা ১৯ শতকে বেনিন সাম্রাজ্য থেকে ‘লুট’ করে আনা ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়াকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে।

হর্নিম্যান জাদুঘর জানিয়েছে, এই ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হবে। 

নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়াম অ্যান্ড মনুমেন্টসের জানুয়ারি (২০২২) মাসে করা অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হর্নিম্যান জাদুঘর জানিয়েছে, কমিউনিটির সদস্য, দর্শনার্থী, স্কুল শিক্ষার্থী, শিক্ষাবিদ, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ও শিল্পীদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নৈতিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। বিভিন্ন মহাদেশ থেকে লুট করে আনা প্রত্নবস্তু ফিরিয়ে দিতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় জাদুঘরগুলোর ওপর চাপ বাড়ছে।

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর