৮ আগস্ট, ২০২২ ১১:১৫
বিবিসির প্রতিবেদন

যুক্তরাজ্যে ক্রেডিট কার্ডের ঋণ নেওয়ার হার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ক্রেডিট কার্ডের ঋণ নেওয়ার হার ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ

ব্যাংক অব ইংল্যান্ড (ফাইল ছবি)

যুক্তরাজ্যে গত জুন মাসে ক্রেডিট কার্ডে ঋণ নেওয়া গত ১৭ বছরের মধ্যে দ্রুততম হারে বৃদ্ধি পেয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির।

ক্রেডিট কার্ডে ঋণ নেওয়া বার্ষিক ১২.৫ শতাংশ ​​হারে বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালের নভেম্বরের পর যা একটি রেকর্ড।

ব্যাঙ্কের পরিসংখ্যানে দেখা গেছে, গ্রাহকরা গত জুন মাসে সঞ্চয়ের জন্য যে অর্থ আলাদা করে রেখেছিলেন, তা খরচ করে ফেলেছেন।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, বর্ধিত ঋণ এবং সঞ্চয় হ্রাস ইঙ্গিত করে যে পরিবারগুলি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে মানিয়ে নিতে লড়াই করছে।

যুক্তরাজ্যে বর্তমানে জিনিসপত্রের দাম ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে দ্রুততম হারে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল এবং খাবারের খরচ বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বর্তমানে ৯.৪%। কিন্তু মুদ্রাস্ফীতির হারে মানুষের বেতন বাড়ানো হচ্ছে না। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুসারে, মার্চ থেকে মে মাসের মধ্যে মাত্র ৪.৩% বার্ষিক হারে নিয়মিত বেতন বৃদ্ধি পাচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর