ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশে রাশিয়ার তেল সরবরাহের দেওয়ার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এই তিন দেশ হল- হাঙ্গেরি, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া।
উল্লেখ্য, ইউক্রেনের ভিতর দিয়ে রাশিয়ার গ্যাস এবং তেলের পাইপলাইন গেছে। সেই তেল সরবরাহে বাধা দিতে শুরু করেছে জেলেনস্কির সরকার। তাদের বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা থাকার করাণে তেল সরবরাহে সমস্যা হচ্ছে।
ইউক্রেনের এই পদক্ষেপে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া। এই তিন দেশেই ওই পাইপলাইনের সাহায্যে তেল যেত।
রাশিয়ার দাবি, হিসেবের সমস্যা হওয়াতেই ইউক্রেন রাতারাতি তেল বন্ধের নির্দেশ দেয়। সূত্র: আল-জাজিরা, ডয়েচে ভেলে, নোভিনাইট
বিডি প্রতিদিন/কালাম