করোনা মহামারীর সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জ্বরে ভুগেছেন বলে জানিয়েছেন তার বোন কিম ইয়ো জং। খবর বিবিসি
এসময় উত্তর কোরিয়ায় করোনা ছড়ানোর জন্য প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছেন কিমের বোন। তার দাবি, সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়া করোনা পাঠিয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিউল।
কিমের বোন আরও জানিয়েছেন, তার ভাই করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন।
চলতি বছরের মে মাসে করোনা সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় উত্তর কোরিয়া। সে সময় থেকেই পিয়ংইয়ং করোনা সংক্রমণের জন্য সিউলকে দায়ী করে আসছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল