১৬ আগস্ট, ২০২২ ২০:০৮

ক্রিমিয়ায় সামরিক ঘাঁটির বিস্ফোরণকে নাশকতা বলছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ায় সামরিক ঘাঁটির বিস্ফোরণকে নাশকতা বলছে রাশিয়া

ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামে বিস্ফোরণের পর উপরে ধোঁয়া উঠতে দেখা যায়।

ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবারের এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এই নাশকতায় বেসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন।

২০১৪ সালে ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিয়িয়া উপদ্বীপ। ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনায় ক্রিমিয়ায় নিজেদের ঘাঁটির সহযোগিতা নিচ্ছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরনের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা।

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর