ভারতের রাজধানী দিল্লিতে মিয়ানমার থেকে বিতাড়িত মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের অ্যাপার্টমেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরমন্ত্রী হারদীপ সিং পুরি। তবে তার এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রোহিঙ্গাদের বাসস্থানের ব্যবস্থা করার বিষয়ে কোন সরকারি নির্দেশনা নেই, এমনটাই জানায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদেরকে ডিটেনশন কেন্দ্রেই রাখা হবে এবং তাদেরকে তাদের দেশেও ফেরত পাঠানো হবে।
বুধবার দিনের শুরুতে হারদীপ টুইটে জানিয়েছিলেন, নতুন দিল্লিতে বাস করা রোহিঙ্গাদের অ্যাপার্টমেন্ট ও পুলিশ সুরক্ষা দেওয়া হবে।
পুরি লিখেছিলেন, ‘ভারত সবসময় শরণার্থীদের স্বাগত জানিয়ে থাকে। ভারত জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনকে সম্মান দেয় এবং অনুসরণ করে, শরণার্থীদের সবরকম সহায়তাও দেয়, এতে শরণার্থীদের জাতি ধর্ম বিচেনায় নেওয়া হয় না।’
হারদীপের টুইটের কিছুক্ষণ পরই পাল্টা টুইট করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণলায়। তাতে রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে তাদের আবাসনের ব্যবস্থা করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার কোন নির্দেশনা উপরমহল থেকে দেওয়া হয়নি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল