ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরানের রেড লাইনের প্রতি যদি সম্মান দেখানো হয় এবং অর্থনৈতিক সুবিধাগুলো নিশ্চিত করা হয় তাহলে ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করা হবে।
বুধবার আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আমেরিকাসহ অন্য পক্ষের কাছে তুলে ধরা হয়েছে এবং তেহরান এখন এ বিষয়ে জবাবের অপেক্ষায় আছে।
তিনি বলেন, "পরমাণু সমঝোতায় ফেরার আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে, আমাদের রেড লাইনগুলোর প্রতি সম্মান দেখানোর বিষয়টি বিবেচনায় নেয়া হবে এবং আমরা অর্থনৈতিকভাবে সুবিধা পাচ্ছি।"
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এই বিষয়গুলো চূড়ান্ত হয় তাহলে বাকি ইস্যুগুলো নিয়ে আলোচনা করা যাবে।
চলতি মাসের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন সংশোধিত একটি প্রস্তাবনা ইরানের কাছে উত্থাপন করেছে এবং সোমবার তার জবাব দিয়েছে তেহরান। এখন আমেরিকা এবং অন্য পক্ষগুলোর জবাবের ওপর নির্ভর করছে পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়টি।
এরপর দিন ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত করেছে যে, তারা ইরানের জবাব হাতে পেয়েছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রিতিদিন/আরাফাত