নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। মঙ্গলবার ‘ভূমি থেকে আকাশ’ (সারফেস টু এয়ার) এ নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)। সঙ্গে ছিলেন নৌবাহিনীর গবেষকরাও।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার উড়িষ্যার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র (ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা আইটিআর) থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাফল্যের জন্য ডিআরডিও এবং নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম