যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচারের পরিকল্পনা করছে ইউক্রেন। আগামী বছরের গোড়ার দিকে এই প্রক্রিয়া শুরু হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে। এ ট্রাইব্যুনালের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার কথিত আগ্রাসন অপরাধের তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার করা হবে।
ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা হবে। যুদ্ধাপরাধের ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। একমাত্র আন্তর্জাতিক আদালতেই এই মামলা করা সম্ভব বলে তারা জানিয়েছে। এই মামলা থেকেই প্রমাণ হয়ে যাবে, কারা এই যুদ্ধ শুরু করেছিল। বস্তুত, এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিলেন। সূত্র: এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/কালাম