ইউক্রেনের দখল করা এলাকায় রাশিয়া এই সপ্তাহেই গণভোট শুরু করতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র এই আশঙ্কা প্রকাশ করেন।
বস্তুত, তিনি বলেছেন, এই সপ্তাহেই ভোটের ফলাফল ঘোষণা করে দিতে পারে রাশিয়া। দখল করা এলাকাগুলিতে গণভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে তার দাবি।
২০১৪ সালে ঠিক একইভাবে ক্রিমিয়ায় গণভোট করেছিল রাশিয়া। এরপর ক্রিমিয়া তাদের অঞ্চল বলে দাবি করেছিল। এবারেও সেই একই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন গোড়া থেকেই এর তীব্র বিরোধিতা করছে। পশ্চিমা দেশগুলোও বিরোধিতা করছে। কিন্তু রাশিয়া এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/কালাম