বর্তমানে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক সংকট। ব্রিটেনেও পড়েছে এর প্রভাব। এতে ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো ব্রিটেনেও বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এতে বিপাকে পড়েছেন দেশটির সাধারণ নাগরিকরা। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। তবে এ অবস্থা থেকে উত্তরণে নানা উদ্যোগও নিচ্ছে পশ্চিমা দেশগুলো।
তেমনি একটি নতুন উদ্যোগ নিয়েছে ব্রিটেনের বেসরকারি প্রতিষ্ঠান ‘ফোর কম’। বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি কর্মীদের বেতনের সঙ্গে প্রতি মাসে বোনাসও দিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, ‘ফোর কম’ হচ্ছে ব্রিটিশ টেলিযোগাযোগ সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান। বিদ্যুতের বিল বেশি হওয়ায় কর্মীদের জীবনযাপনের ব্যয় বেড়েছে। এ জন্যই বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান।
সময়োপযোগী এই সিদ্ধান্ত নিয়েছেন ‘ফোর কমের’ ব্যবস্থাপনা পরিচালক ডারন হাট। তার এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে প্রশংসিতও হচ্ছে।
জানা গেছে, প্রতি মাসে সংস্থার কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ২৩৬ মার্কিন ডলার (২০০ ব্রিটিশ পাউন্ড) দিচ্ছে ‘ফোর কম’। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে আর বিদ্যুতের বিল মেটাতেই কোম্পানিটির এই উদ্যোগ।
উল্লেখ্য, প্রতি ডলারের মূল্য ৯৫ টাকা ধরলে, ‘ফোর কম’ এর একজন কর্মী বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৪২০ টাকা অতিরিক্ত পাবেন। ‘এনার্জি সাপোর্ট প্রোগ্রাম’ নামের এ বিশেষ উদ্যোগের কথা গত সপ্তাহেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ বোনাস পাবেন কর্মীরা। সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/কালাম