মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যানকে ইয়াঙ্গুনে গ্রেফতার করা হয়েছে। দেশটির জান্তা নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনী বুধবার ভিকির সঙ্গে তার স্বামীকেও গ্রেফতার করেছে।
বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন। মিয়ানমারে ব্যবসা করছে এমন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিজে) দেশটির বিরুদ্ধে মামলায় যোগ দিয়েছে লন্ডন। এ নিয়ে দুই দেশের তীব্র উত্তেজনার মাঝে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেফতার করল মিয়ানমার।
ইয়াঙ্গুনের একাধিক সূত্রের বরাতে বিবিসির খবরে বলা বলেছে, ভিকি বোম্যান ও তার স্বামীকে ইয়াঙ্গুনের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত একটি অভিযোগ আছে।
মিয়ানমারে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস বলেছে, তারা বোম্যানকে কনস্যুলার সহায়তা প্রদান করছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ