রুশ সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন তিনি।
ডিক্রিতে বলা হয়েছে, আগামী মাসগুলোতে দেশটির সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার সেনা নিয়োগ করা হবে।
বর্তমানে রাশিয়ার ১০ লাখের মতো সামরিক কর্মকর্তা ও ৯ লাখের মতো বেসামরিক কর্মকর্তা রয়েছেন। পুতিনের ডিক্রি জারির ফলে দেশটিতে সেনাবাহিনীতে নিয়োগ বাড়বে। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অংকের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হবে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম