জার্মানিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণস্থলে গোয়েন্দাবৃত্তি চালিয়েছে রাশিয়া। জার্মানির নিরাপত্তা বাহিনী এমন ইঙ্গিত দিয়েছে।
খবর অনুসারে, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমন দুই স্থাপনার পাশে সন্দেহজনক যানবাহনের অস্তিত্ব মিলেছে। কোনো সূত্র (সোর্স) ছাড়াই জার্মানির গণমাধ্যম স্পিগলের খবরে বলা হয়েছে, প্রশিক্ষণস্থলের পাশ দিয়ে ছোট ড্রোনও উড়ে গেছে।
জার্মানিতে ইউক্রেন সেনাদের এই দুই প্রশিক্ষণস্থলের একটি হলো- পশ্চিমদিকের রাজ্য রেহিনল্যান্ডের আইদারবাস্টেইন। সেখানে ইউক্রেন সেনাদের হাউৎজার -২০০০ নামে ট্যাংক চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাকি প্রশিক্ষণস্থল বাভারিয়ার গ্রাফেনওহের। সেখানে ইউক্রেন সেনাদের পশ্চিমা আর্টিলারি পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিভিন্ন ঘটনায় জার্মান কর্তৃপক্ষ কয়েকজন সন্দেহভাজনকে বিচারের আওতায় রেখেছে। এর মধ্য রাশিয়ার গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করা জার্মান সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিও রয়েছে। সূত্র: আল আরাবিয়া, এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল