রাশিয়ায় হাতে গোনা কয়েকটি স্বাধীন পত্রিকা আছে। তার মধ্যে নভোয়া গেজেটা অন্যতম। রাশিয়ার একটি আদালত সোমবার এই পত্রিকার লাইসেন্স বাতিলের রায় দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের ফলে রাশিয়ায় নভোয়া গেজেটের আর কোনো কার্যক্রম চলবে না, পত্রিকা প্রকাশিত হবে না।
রাশিয়ার মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পত্রিকা কর্তৃপক্ষ ২০০৬ সালে মালিকানা পরিবর্তনসংক্রান্ত নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।
আদালতের বাইরে পত্রিকাটির নির্বাহী সম্পাদক নোবেল বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ বলেন, রায়ের বৈধ কোনো ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়েই এমন রায় প্রদান করা হয়েছে। রাশিয়ায় গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর রুশ আদালতের এই রায়কে ‘স্বাধীন মিডিয়ার ওপর আরও একটি আঘাত’ বলে মন্তব্য করেছে। সংস্থাটি মস্কোকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল