প্রথম দেশ হিসেবে করোনার ইনহেলড বা নিঃশ্বাসে গ্রহণ করা যায় এমন টিকার অনুমোদন দিয়েছে চীন।
ক্যানসিনো’র নামক কোম্পানি এই টিকাটি আবিষ্কার করেছে। কোম্পানিটি দাবি করেছে, নিঃশ্বাসে বাষ্পের মতো নেওয়া টিকাটি করোনা থেকে ভালো সুরক্ষা দেবে।
চীনের জাতীয় মেডিকেল প্রোডাক্টস কর্তৃপক্ষ ক্যানসিনোর টিকাটি বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের আরেকটি দল আগে থেকে করোনা নাসাল স্প্রে (নাকে ব্যবহার করার স্প্রে) টিকা নিয়ে কাজ করছে। তাদের দাবি, এই টিকা নাক ও শরীরের উপরাংশে বাতাস দিয়ে প্রবেশ করা করোনা ঠেকাতে কার্যকরী ভূমিকা রাখবে, সাথে বাড়াবে ইমিউনিটি।
বিডি প্রতিদিন/নাজমুল