নর্ড স্ট্রিম-১ লাইন দিয়ে জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ করে রাশিয়া। গত সপ্তাহে লাইন মেরামতের কথা বলে গ্যাস বন্ধ করেছিল রাশিয়া। গেল শনিবার গ্যাস ছাড়ার কথা থাকলেও ছাড়েনি। এখন ক্রেমলিন বলছে, গ্যাস বন্ধের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা দায়ী।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞার কারণে তারা অবকাঠামো ঠিক করতে সক্ষম হচ্ছেন না। পেসকভ এই পরিস্থিতির জন্য পশ্চিমাদের দায়ী করেন।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ উপকূলের কাছ থেকে নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইনটি উত্তর-পূর্বাঞ্চলীয় জার্মানির দিকে গেছে। এ পাইপলাইন দিয়ে দিনে ১ হাজার ৭০০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো।
গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, পাইপলাইনের একটি টারবাইন থেকে তেল চুইয়ে পড়ার কারণে এমন অবস্থা হয়েছে। এখন অনির্দিষ্টকালের জন্য এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাশিয়া এমন ব্যাখা দিলেও ইউরোপীয় কিছু নেতা অভিযোগ করে বলছেন, নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতেই গ্যাস বন্ধ করেছে রাশিয়া। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল