পরমাণু চুক্তিতে পৌঁছাতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এমনটাই বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার তুলে নেওয়ার স্থায়িত্ব সম্পর্কেও নিশ্চয়তা দিতে হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি আরও বলেন, এখনও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি (ফেস টু ফেস) আলোচনার সময় হয়নি। তিনি এই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কতোটা আন্তরিক সেই প্রশ্নও তুলেছেন।
বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেওয়া রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টির সাথে এর সুরক্ষা নিয়েও চুক্তি হওয়া উচিত। যখন এর সুরক্ষার বিষয়টি আসে তখনই ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।’
তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও সেই কাজের সুরক্ষা নিশ্চিত করার পরই ইরানের প্রেসিডেন্ট পরমাণু চুক্তির দিকে আগাতে চান।
রাইসি আরও প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে পরমাণু চুক্তি করতেই চায়, তবে আরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে কেন?
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল