৯০ লাখ মানুষকে বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। সুপার টাইফুন নানমাডলের আঘাতে দেশটিতে একজনের মৃত্যু এবং প্রায় ৭০ জন আহত হয়েছে।
রবিবার সকালে জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপ কিউশুতে টাইফুন আঘাত হানে। আগামী কয়েক দিনের মধ্যে হোনশু প্রধান দ্বীপের উপর দিয়ে টাইফুন প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।
প্রলয়ঙ্কারী টাইফুনের আঘাত হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রবিবার রাত জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছে। বিবিসি জানিয়েছে, টাইফুনের কারণে প্রায় সাড়ে তিন লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
টাইফুনের প্রভাবে পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে। টাইফুনের কারণে জাপানে বাতিল করা হয়েছে বুলেট ট্রেন চলাচল, ফেরি এবং শত শত ফ্লাইট। দোকান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা