ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।
এর মধ্যে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান ও তার বাগদত্তা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী
রানি এলিজাবেথের কফিন ওয়েস্টমিনিস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে আসা হচ্ছে। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজা তৃতীয় চার্লস, তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা, রাজপুত্র উইলিয়াম ও তার স্ত্রী কেট এবং তাদের সন্তান, রাজপুত্র হ্যারিসহ রাজপরিবারের সদস্যদের। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও দেশটির বিভিন্ন প্রান্তের রাজনীতিবিদরাও এরইমধ্যে অ্যাবেতে পৌঁছেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডেভিড ক্যামেরন, গর্ডন ব্রাউন, থেরেসা মে, জন মেজরসহ দেশটির সাবেক নেতারাও রানির শেষকৃত্যে অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা