৭০ বছরের বেশি সময় ধরে ব্রিটেন শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহন করেছেন সেখানেই তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এখানেই রানির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরইমধ্যে অ্যাবেতে রানির কফিন নিয়ে আসা হয়েছে।
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত আছেন রানির চার সন্তান রাজা তৃতীয় চার্লস, রাজপুত্র অ্যান্ড্রু, এডওয়ার্ড ও রাজকুমারী অ্যান। এছাড়াও আছেন চার্লসের সন্তান রাজপুত্র উইলিয়াম ও তার স্ত্রী কেট এবং উইলিয়াম-কেটের সন্তান রাজকুমার জর্জ ও রাজকুমারী চার্লট, চার্লসের ছেলে হ্যারি ও হ্যারির স্ত্রী মেগান, চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাসহ অনেকে। রাজপরিবারের সদস্যদের পাশাপাশি দেশ বিদেশের শত শত রাজনীতিবিদ শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বিডি প্রতিদিন/ফারজানা