তাইওয়ানকে রক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার বিরুদ্ধে এবার মুখ খুললো চীন। তাইওয়ানের ওপর চীন আগ্রাসন চালালে আমেরিকার সেনারা তাইওয়ানকে রক্ষা করবে- বাইডেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে বেইজিং।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক প্রতিক্রিয়ায় বলেছেন, এক চীন নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে- বাইডেনের বক্তব্যে তা ভঙ্গ হয়েছে। তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না জানানোর যে নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে তা সেনারা তাইওয়ানকে রক্ষা করার মতো মন্তব্যে গুরুতরভাবে ভঙ্গ হয়েছে। তাছাড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছেও এটি একটি ভুল বার্তা দিয়েছে।
এর আগে, মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস’র সিক্সটি মিনিটস অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যদি চীন নজিরবিহীন কোনও হামলা চালায় তাহলে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে।’
বাইডেনতে প্রশান করা হয়- আমেরিকার সেনারা ইউক্রেনকে রক্ষার জন্য সরাসরি এগিয়ে যায়নি, সেক্ষেত্রে তাইওয়ানে কি করবে। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই মার্কিন সেনারা তাইওয়ানকে রক্ষা করবে।’
সূত্র : ডেইলি সাবাহ ও এএফপি।
বিডি-প্রতিদিন/শফিক